December 30, 2025 Diary

২০২৫ সালে আমার লেখাগুলো

২০২৫ সালে আমার লেখাগুলো একসাথে

আসসালামু আলাইকুম। গত কয়েকটা বছরের মতই ২০২৫ সাল চোখের পলকে পার হয়ে গেলো। ভার্সিটির গ্রাজুয়েশন শেষ হয়েছে এর মধ্যে। ছাত্রজীবন শেষ। একটু ভিন্ন একটা অনুভূতি হয়ত মনে হওয়ার কথা ছিলো। হচ্ছে না। দিন চলে যাচ্ছে। নতুন দিন আসছে। আবার চলে যাচ্ছে। তারপর কোন একদিন আর আমার জন্য নতুন দিন আসবে না। এইতো জীবন।

২০২৫ সালে ব্যক্তিগত ওয়েবসাইট, নিয়নবাতি আর GR+ BD মিলিয়ে ৩০টির মত ব্লগ লেখা হয়েছে। সেগুলো একসাথে এখানে।

২০২৫ সালে মুত্তাকীর ডায়েরি-তে প্রকাশিত লেখাগুলো

২০২৫ সালে নিয়নবাতিতে প্রকাশিত লেখাগুলো

২০২৫ সালে GR+ BD তে প্রকাশিত লেখাগুলো


ভালো লাগা লেখাগুলো শেয়ার করে ছড়িয়ে দেয়ার অনুরোধ রইলো

Tags:

Blog