June 19, 2025 My Writings

বই - আকাশ

আকাশ গল্পটা অনেকটা জীবনের খন্ডচিত্র ধরণের। তার সাথে মিলেছে রহস্য, লোককথা ও সায়েন্স ফিকশন।

কখনো কখনো কিছু খসড়া চিন্তা বা কয়েক লাইন লেখা হয়েছে, কিন্তু বেশিদূর যেতে পারিনি। তাই চেষ্টা করছিলাম যেমনই হোক না কেন, অন্তত কিছু একটা লিখে শেষ করি। তার ফলাফল ‘আকাশ’।

সত্যি বলতে নিজের মনের মধ্যে থাকা একটা আইডিয়াকে আস্তে আস্তে রূপ নিতে দেখা; চরিত্রগুলো, জায়গাগুলোকে ধীরে ধীরে প্রাণবন্ত হয়ে উঠতে দেখা- এই অনুভূতিটা খুব সুন্দর।

দৈর্ঘ্যের দিক থেকে ‘আকাশ’ বেশ সংক্ষিপ্ত- ৬০০০ শব্দের কম। তবে সাধারণ ছোট গল্পের থেকে কাহিনীর বিস্তৃতি বেশি, কিছুটা উপন্যাসের ধাঁচ আছে। একাধিক চরিত্রের দিক থেকে কাহিনী এগিয়েছে। গল্পটা অনেকটা জীবনের খন্ডচিত্র (slice of life) ধরণের, তবে তার মধ্যে রহস্য, লোককথা ও সায়েন্স ফিকশনের ছোঁয়া আছে।

গল্পের মূল চরিত্র অনিক। পড়াশোনার জন্য শহরে যাওয়ার চার বছর পর অনিক এবারই প্রথম গ্রামে আসে। মা-বাবা, পুরনো বন্ধুরাসহ সবার সাথে আবারো দেখা এত বছর পর। কিন্তু এর মধ্যে পুরনো কিছু স্মৃতি আর হারানোর ব্যথা অনিককে তাড়িয়ে বেড়ায়। গ্রামের পুরনো গল্পগুলো নতুন করে ভাবায় তাকে। অনিকের গল্পটা এভাবে এগিয়েছে। সেইসাথে আরো কিছু মানুষের গল্প এগিয়েছে তাদের মত করে।

গল্পটা লেখার সময়ে আমার বেশ কয়েকজন বন্ধুর পরামর্শ, সহযোগিতা ও রিভিউ নিয়েছি, যেটা গল্পটাকে সুন্দরভাবে সাজাতে সাহায্য করেছে। কৃত্রিম বুদ্ধিমত্তার সাথে কিছু ডিসকাশন করা হয়েছে, তবে তা সাজেশন বা বিভিন্ন অংশের রিভিউ ধরণের মধ্যে সীমাবদ্ধ রেখেছি। গল্পের লেখনী, থিম, প্লট, বর্ণনাভঙ্গি এই বিষয়গুলোর প্রত্যেকটি মানবীয়।

কভার পেজসহ ‘আকাশ’ গল্পের ৩৫ পৃষ্ঠার পিডিএফ সংস্করণের দাম রাখা হয়েছে ৩০ টাকা। তবে মূল্য পরিশোধের প্রয়োজন নেই।

ডাউনলোড

Tags:

Fiction Books